Home » , » আসছে অ্যানড্রয়েড ৪.১ এবং উইন্ডোজ ৮ চালিত সর্বপ্রথম হাইব্রিড ট্যাব Transformer AiO !!!

আসছে অ্যানড্রয়েড ৪.১ এবং উইন্ডোজ ৮ চালিত সর্বপ্রথম হাইব্রিড ট্যাব Transformer AiO !!!

Written By MN Nahid on Thursday, March 14, 2013 | 3/14/2013 01:18:00 AM

একই সাথে একাধিক অপারেটিং সিস্টেমের স্বাদ দিতে আসুস বাজারে আনছে এন্ড্রয়েড ৪.১ জেলিবিন এবং উইন্ডোজ ৮ চালিত প্রথম ট্যাব 'Transformer AiO' (All in One)



18.4 ইঞ্চি আইপিএস ডিসপ্লের এই ডিভাইসটি একই সাথে চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে। শুধু একটি অপশন চেপেই আপনি পরিবর্তন করে নিতে পারবেন অপারেটিং সিস্টেমটি। এমনকি দুইটি অপারেটিং সিস্টেম চালানোর সময় আলাদা আলাদা হার্ডওয়্যারও ব্যবহার করবে 'Transformer AiO'


'Transformer AiO'  হাইব্রিড ডিভাইসটির ডিসপ্লে ১০ পয়েন্ট মাল্টিটাচ সুবিধা সম্পন্ন যার রেজুলেশন ১৯২০*১২৮০ ( ডেনসিটি 125.41 পিপিআই)। এতে উইন্ডোজ এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য আলাদা আলাদা হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। 

উইন্ডোজ ৮ ব্যবহারের জন্য আছে ইন্টেল (কোর আই ৩ থেকে কোর আই ৭) প্রসেসর এবং ১ টেরাবাইট হার্ড ড্রাইভ। এই মোডে আপনি ট্যাবটিকে ডেস্কটপ হিসেবে ব্যবহার করতে পারবেন।



আর আপনি যদি 'Transformer AiO' কে ট্যাব হিসেবে ব্যবহার করতে চান তবে মাত্র একটি সুইচ চাপতে হবে। তাতে 'Transformer AiO'  উইন্ডোজ ৮ বাদ দিয়ে অ্যানড্রয়েড ৪.১ এ চলতে শুরু করবে। সেক্ষেত্রে প্রসেসর হিসেবে ব্যবহার করবে Nvidia Tegra 3 প্রসেসর ।  আর সাথে আলাদা স্টোরেজও ব্যবহার করবে 'Transformer AiO'. 
ট্যাব মোডের জন্য স্টোরেজ আছে ১৬ গিগাবাইট। 
ট্যাব মোডে চলার সময় উইন্ডোজ ৮ এর ব্যবহৃত হার্ডওয়্যারগুলো নিষ্ক্রিয় করে রাখবে।
'Transformer AiO' বাজারে আসবে এবছরের এপ্রিলের দিকে। আর ইন্টেল কোর আই ৩ এবং Nvidia Tegra 3 সহ ডিভাইসটির মূল্য নির্ধারন করা হয়েছে ১২৯৯ $ যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ টাকা



বাংলায় অ্যান্ড্রয়েডের খুঁটিনাটি - অ্যাপস, গেমস, টিপস, টিউটোরিয়াল, সর্বশেষ খবরসহ আরো অনেক কিছু  পেতে যোগ দিন এই ফেসবুক পেজে 
Share this article :

1 comments:

ফেসবুকে আমরা