Home » , » ওয়ালটন আনছে স্বল্পমূল্যের স্মার্টফোন Primo D1 !

ওয়ালটন আনছে স্বল্পমূল্যের স্মার্টফোন Primo D1 !

Written By MN Nahid on Wednesday, March 13, 2013 | 3/13/2013 05:29:00 PM

Primo D1 স্মার্টফোনটিতে থাকছে ৩.৫” HVGA (৩২০*৪৮০ পিক্সেল) রেজুলেশনের ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। 
১ গিগাহার্টজ কর্টেক্স এ৯ প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোনটিতে থাকছে ২৫৬ মেগাবাইট র‍্যাম এবং ৫১২ মেগাবাইট রম। মেমোরি কার্ড ব্যাবহার করা যাবে ৩২ জিবি পর্যন্ত। 


অ্যান্ড্রয়েড ২.৩.৬ জিঞ্জারব্রেড চালিত Primo D1 এ থাকছে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই সুবিধা। যার একটিতে ৩জি সংযোগ ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির পিছনে থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। আর ভিডিও কল করার জন্য সামনে থাকছে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা। 

Primo D1 এ ব্যাটারি আছে ১৫০০ mAh ক্ষমতার। 
এছাড়া আরো থাকছে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, প্রক্সিমিটি সেন্সর, এক্সেলেরোমিটার, অরিয়েন্টেশন সেন্সর এবং কম্পাস।
Primo D1 স্মার্টফোনটি কবে বাজারে আসবে বা এর মূল্য কত হবে সে সম্পর্কে কিছুই জানায়নি ওয়ালটন। তবে ধারণা করা হচ্ছে সিম্ফনি W30 এর মত ৬০০০-৭০০০ টাকার মধ্যেই থাকবে এর মূল্য।

বাংলায় অ্যান্ড্রয়েডের খুঁটিনাটি - অ্যাপস, গেমস, টিপস, টিউটোরিয়াল, সর্বশেষ খবরসহ আরো অনেক কিছু  পেতে যোগ দিন এই ফেসবুক পেজে 
Share this article :

0 comments:

Post a Comment

ফেসবুকে আমরা