Home » , » অ্যামাজন আনছে ৪.৭” স্ক্রিনের স্মার্টফোন !

অ্যামাজন আনছে ৪.৭” স্ক্রিনের স্মার্টফোন !

Written By admin on Friday, March 29, 2013 | 3/29/2013 03:01:00 PM


৭” স্ক্রিনের এবং মাত্র ২০০ ডলারের ট্যাবলেট “কিন্ডল ফায়ার” বাজারে এনে চমক সৃষ্টি করা প্রতিষ্ঠান অ্যামাজন এবার ‘স্মার্টফোন’ বাজারে আনতে যাচ্ছে বলে খবর বেরিয়েছে।
সূত্র
এখন পর্যন্ত স্পেসিফিকেশন বলতে জানা গেছে ৪.৭” স্ক্রিনসাইজের কথাই। আর কোন কিছুই জানা যায়নি এখনো।
স্মার্টফোনটি তৈরিতে অ্যামাজন কাজ করছে চীনের বিখ্যাত প্রযুক্তি পন্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকনের সাথে যারা অ্যাপলের পণ্যও তৈরি করে।
সবথেকে মজার বিষয় হলো অ্যামাজন নাকি স্মার্টফোনটি বাজারে আনতে পারে মাত্র ১০০$ থেকে ২০০$ এর মধ্যে !!!

জানা গেছে স্মার্টফোনটি জুনের পর যে কোন সময়েই বাজারে আসতে পারে।
অ্যান্ড্রয়েডের খুঁটিনাটি - অ্যাপস, গেমস, টিপস, টিউটোরিয়াল, সর্বশেষ খবরসহ আরো অনেক কিছু  পেতে যোগ দিন এই ফেসবুক পেজে 
Share this article :

0 comments:

Post a Comment

ফেসবুকে আমরা