Home » , , » স্যামসাং আনছে গ্যালাক্সি মেগা ৫.৮ !

স্যামসাং আনছে গ্যালাক্সি মেগা ৫.৮ !

Written By admin on Friday, April 12, 2013 | 4/12/2013 04:29:00 PM

স্যামসাং ঘোষণা দিল গ্যালাক্সি মেগা সিরিজের ফ্যাবলেট  ‘গ্যালাক্সি মেগা ৫.৮’ এর। সেই সাথে চুড়ান্তভাবে স্পেসিফিকেশনও জানিয়ে দিল তারা।
বিস্তারিত কনফিগারেশন দেখুন এখানে

একনজরে দেখে নিন যা যা থাকছে ‘গ্যালাক্সি মেগা ৫.৮’ ফ্যাবলেট ডিভাইসটিতে :
  • ৫.৮” কিউএইচডি (৫৪০*৯৬০ পিক্সেল) টিএফটি ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে
  • ১.৪ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর এবং ১.৫ গিগাবাইট র‍্যাম
  • ৮ গিগাবাইট রম এবং ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড
  • ডুয়েল সিম (জিএসএম+জিএসএম) ডুয়েল স্ট্যান্ডবাই
  • ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রেয়ার ক্যামেরা
  • ১.৯ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • এন্ড্রয়েড ৪.২ জেলিবিন ওএস
  • ২৬০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি
  • ৩জি এইচএসপিএ+, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস+জিএলওএনএএসএস

‘গ্যালাক্সি মেগা ৫.৮’ আন্তর্জাতিকভাবে বাজারে আসবে এবছরের মে মাস নাগাদ। আর প্রথমে আসবে ইউরোপ এবং রাশিয়ায়। তবে মূল্য সম্পর্কে কিছু জানায়নি স্যামসাং।

অ্যান্ড্রয়েডের খুঁটিনাটি - অ্যাপস, গেমস, টিপস, টিউটোরিয়াল, সর্বশেষ খবরসহ আরো অনেক কিছু  পেতে যোগ দিন এই ফেসবুক পেজে ।  

Share this article :

0 comments:

Post a Comment

ফেসবুকে আমরা